মেঘ ডেকেছে কাল রাত্রে
সাথে ডেকেছে রাস্তার কুকুর
দেখেছি আমি অমাবশ্যার তারা
জেগেছি আমি, নিয়ে ভাঙচুর।
এখন আর সময় নেই বাকি
বন্দক সময়তে তোমার ফাঁকি
শুনেছি রিপিটে আকাশবাণী
তাই নিজেকে বরং দূরেই রাখি।
প্রেমিকদের হাল দেখে কবিতা লিখি
আর পড়াই সম্ভাব্য প্রেমিকাদের
ভুলের অংকের গারদ টানি
match-the-following গোলমেলে।
তুমি যা যা বুঝেছো , তাতে এবার আমি কই?
আমার দুঃখ তো নদীর জল , বয়ে বা উড়ে যায়;
আশা ভেঙে তোমার সব আশার শুরু,
কিনারা আঁকড়ানো তোমার কাজ , আমার নয়।
গান বলেছিলো ঘেন্না করতে আমায়
তুমি মাথা দুলিয়ে সুর ধরলে
আজ বুঝেছি, তুমি সুরের মতোই ডানামেলা
আমার জন্ম-মৃত্যু দোয়াত থেকে সাদা পাতা।
সাথে ডেকেছে রাস্তার কুকুর
দেখেছি আমি অমাবশ্যার তারা
জেগেছি আমি, নিয়ে ভাঙচুর।
এখন আর সময় নেই বাকি
বন্দক সময়তে তোমার ফাঁকি
শুনেছি রিপিটে আকাশবাণী
তাই নিজেকে বরং দূরেই রাখি।
প্রেমিকদের হাল দেখে কবিতা লিখি
আর পড়াই সম্ভাব্য প্রেমিকাদের
ভুলের অংকের গারদ টানি
match-the-following গোলমেলে।
তুমি যা যা বুঝেছো , তাতে এবার আমি কই?
আমার দুঃখ তো নদীর জল , বয়ে বা উড়ে যায়;
আশা ভেঙে তোমার সব আশার শুরু,
কিনারা আঁকড়ানো তোমার কাজ , আমার নয়।
গান বলেছিলো ঘেন্না করতে আমায়
তুমি মাথা দুলিয়ে সুর ধরলে
আজ বুঝেছি, তুমি সুরের মতোই ডানামেলা
আমার জন্ম-মৃত্যু দোয়াত থেকে সাদা পাতা।
No comments:
Post a Comment