Sunday, July 31, 2016

Aagun

বিচার করতে বসেছো আমার?
কোথাকার এক কাঠের আদালত
সে করবে শুকনো বারুদের বিচার !
আগুনের গল্প শুনেছ, দেখোনি সামনে
নাহলে এত সুড়সুড়ি দিতে না হাওয়ায়
ছাই-এর দাগ মাখানো এই হাতের পাতায়।

নদীর জল আমায় স্নান করায় না
স্নিগ্ধ যা কিছু, হারিয়েছি বহুদিন
আর যে পুঁথি পড়ে শিক্ষার অহংকার
সেই রূক্ষতাও আমার সম্বল
যে মেঘে বৃষ্টি নেই, সে আমার নয়
এই আগুন তৈরি বর্ষার জন্য!

সেই বর্ষা দামামা বাজিয়ে আমায় ভাঙে
আমায় চূর্ণ করে মিশিয়ে দেয় মাটিতে,
মেলায় আমারই পোড়ানো ইতিহাসে!
আমায় তুমি শাস্তি দেবে কি?
পথ চলো কিছুটা আমার সাথে
কল্পনার তাপ, কিছু তোমায়ও যাক ছুঁয়ে।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...