Friday, July 29, 2016

Khawrosrota

যুগান্তর বোঝো কমলিকা? উত্তাপ? তেজ?
তোমার শুরু ও শেষের মাঝে যৌবনের ভাঙ্গন
যারা ফসলের আশায় বর্ষার অপেক্ষা করেছে
তাদের একুল-ওকূল সবই আজ ঘোলাটে !
কোন সমুদ্রে যাচ্ছ, তা তুমিই জানো।
রূক্ষ কিছু বাস্তবের তুমি ছিলে ঝর্ণা
কবিতার খাঁজ তৈরি হয়েছিল তোমারই আঁকে-বাঁকে
সে কবিতা চলমান উত্তর-দক্ষিণ মাধ্যাকর্ষণ বিমুখ
আর পূর্ব -পশ্চিম সময়ের শিথীল কণিকা !
স্নানরত বালক, বৃদ্ধ , পশু সেই ঝর্ণার ফেটে যাওয়া সাদা।
কেউ বলেছিলো সংযম মহৎ ; আমি বলি অবুঝ
ফসল ফলে আশ্বিনে , স্নিগ্ধ নীল আর সবুজ। 

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...