মিষ্টির দোকানের নীল রঙের মাষ্টার কনুই-কে বললেন,
"জবাই হবি জবাই?" কনুই ওমনি খসে পড়ল।
চা-টা একটু কোমড় বেকিয়ে পড়ল টেবিলের ওপর ,
বৃষ্টির দাপটে সেঁতসেঁতে বেঞ্চি বেদম হেঁচে চলেছে;
দুধ (হাঃ হাঃ ) উৎলে উঠছে ফিটনেসের তাগিদে,
গান মামনীর গলা ছাড়িয়ে দ্রুত বেগে সুরের পেছন নিয়েছে।
নীল রঙের মাস্টারের বয়স হয়েছে যথেষ্টর চেয়ে একটু বেশী ,
লাল আসেনি, সাদার কারণেই আজ কনুই- এর ওপর রাগ!
বাজারের ব্যাগ প্যান্টকে চুমু খেতে গিয়েও পারছে না ,
হারামি মালিক-টা যেমন রোজ রাতে চেয়েও পায় না; শোধ তুলছে।
পাথরের ঠান্ডা মাথায় বুড়োর দল সেঁক দিয়ে চলেছে,
ছাতা গুলো শুধু বহুদিন পর আবার আড্ডায় জুড়েছে।
কবি ভাবছে ফ্যাকাসে-কে কোন রঙ মানায় ,
রঙিন গুলো ততই কালো হয়ে ধুয়ে যাচ্ছে।
পর্দা ব্যাঙ্গ হেসে জানালাকে চোখ মারে ,
কবি-ও শেষে কনুই-কেই দোষাচ্ছে ?
পাউরুটি মাখন কে খোঁচা দিয়ে দেখালো ,
টেবিল-এ দুধ এসে হাজির তবে!
তার খুব কাছেই নোন্তা জল খবরের পাতায় হা,
পাউরুটিই তবে সকালের কলকাতায়
প্রেমের আস্বাদন পাবে, তা পাক!
ওহ ! পাক ? না না! পাক না, বেপাক।
তবে এই জ্যাম-মুক্ত প্রেমের তাজ
কিন্তু আসলে সেই কনুই-এরই কাজ!
"জবাই হবি জবাই?" কনুই ওমনি খসে পড়ল।
চা-টা একটু কোমড় বেকিয়ে পড়ল টেবিলের ওপর ,
বৃষ্টির দাপটে সেঁতসেঁতে বেঞ্চি বেদম হেঁচে চলেছে;
দুধ (হাঃ হাঃ ) উৎলে উঠছে ফিটনেসের তাগিদে,
গান মামনীর গলা ছাড়িয়ে দ্রুত বেগে সুরের পেছন নিয়েছে।
নীল রঙের মাস্টারের বয়স হয়েছে যথেষ্টর চেয়ে একটু বেশী ,
লাল আসেনি, সাদার কারণেই আজ কনুই- এর ওপর রাগ!
বাজারের ব্যাগ প্যান্টকে চুমু খেতে গিয়েও পারছে না ,
হারামি মালিক-টা যেমন রোজ রাতে চেয়েও পায় না; শোধ তুলছে।
পাথরের ঠান্ডা মাথায় বুড়োর দল সেঁক দিয়ে চলেছে,
ছাতা গুলো শুধু বহুদিন পর আবার আড্ডায় জুড়েছে।
কবি ভাবছে ফ্যাকাসে-কে কোন রঙ মানায় ,
রঙিন গুলো ততই কালো হয়ে ধুয়ে যাচ্ছে।
পর্দা ব্যাঙ্গ হেসে জানালাকে চোখ মারে ,
কবি-ও শেষে কনুই-কেই দোষাচ্ছে ?
পাউরুটি মাখন কে খোঁচা দিয়ে দেখালো ,
টেবিল-এ দুধ এসে হাজির তবে!
তার খুব কাছেই নোন্তা জল খবরের পাতায় হা,
পাউরুটিই তবে সকালের কলকাতায়
প্রেমের আস্বাদন পাবে, তা পাক!
ওহ ! পাক ? না না! পাক না, বেপাক।
তবে এই জ্যাম-মুক্ত প্রেমের তাজ
কিন্তু আসলে সেই কনুই-এরই কাজ!
No comments:
Post a Comment