কবিতার পাখা হয় না, ডানা হয় না, জানালা হয় না
শুধু অসীমের আশ্বাসে কবিতা নিঃশ্বাস খুঁজে পায়
যদিও তুমি তা বুঝবে কি না সন্দেহ আছে আমার
তবে আমি আর কে! তোমার রাত্রে আমার কথা হারায়।
মিছি মিছি পাঠ করি তোমার কাছে শহীদের ইতিহাস
স্বাধীনতার চামচ মুখে নিয়ে জন্মেছ যখন , তাই থাকো
যে সন্ধ্যে কাটিয়েছো অগ্রাহ্য সত্যির মুখে , কোলে
তাতে জন্মালাম শুধু আমি, মহীষাসুর হাতে মালা নিয়ে।
সমাজ মানলো না আমায়, তোমায় ডাকলো আমায় বলী দিতে
আমি ফুলের বৃষ্টিতেও বোঝাতে পারলাম না, আমি আলাদা
তাতে শুধু একটা নতুন ইতিহাস পূরাতনে মুখ থুবড়ে পড়লো
কার কি এসে গেলো , না তোমার, না তাদের, হায় আলাদা!
বাক্স বন্ধ হয়ে ঘরের কোনে লুকোলাম আজ
যেমন জিনি ঢুকেছিলো আশ্চর্য প্রদীপে
আমায় ডেকো না আর , আমার অন্ধকারেই রাজ
ফিরে এলে, না জানি কার কোথায় ক্ষতির দেরাজ।
শুধু অসীমের আশ্বাসে কবিতা নিঃশ্বাস খুঁজে পায়
যদিও তুমি তা বুঝবে কি না সন্দেহ আছে আমার
তবে আমি আর কে! তোমার রাত্রে আমার কথা হারায়।
মিছি মিছি পাঠ করি তোমার কাছে শহীদের ইতিহাস
স্বাধীনতার চামচ মুখে নিয়ে জন্মেছ যখন , তাই থাকো
যে সন্ধ্যে কাটিয়েছো অগ্রাহ্য সত্যির মুখে , কোলে
তাতে জন্মালাম শুধু আমি, মহীষাসুর হাতে মালা নিয়ে।
সমাজ মানলো না আমায়, তোমায় ডাকলো আমায় বলী দিতে
আমি ফুলের বৃষ্টিতেও বোঝাতে পারলাম না, আমি আলাদা
তাতে শুধু একটা নতুন ইতিহাস পূরাতনে মুখ থুবড়ে পড়লো
কার কি এসে গেলো , না তোমার, না তাদের, হায় আলাদা!
বাক্স বন্ধ হয়ে ঘরের কোনে লুকোলাম আজ
যেমন জিনি ঢুকেছিলো আশ্চর্য প্রদীপে
আমায় ডেকো না আর , আমার অন্ধকারেই রাজ
ফিরে এলে, না জানি কার কোথায় ক্ষতির দেরাজ।
No comments:
Post a Comment