Monday, December 12, 2016

Neelkontho

আমি আর আমার বাংলা ভাষা
এভাবেই মাথা নাড়ি একে-অপরকে
যখন তুমি উত্তর খোঁজো নতুন প্রশ্নের
যে প্রশ্ন ঝর হতো এক সময় ভীষণ
আর এখন যা মরুভূমিতে মিশিয়ে;
আমরা সেই রাতে আগুন জ্বালাই
তার আঁচেই আমাদের আলিঙ্গন।

কে কথা হয় আর কে ইতিহাস
তার ব্যাখ্যা পথিক কি দেবে?
ঘন রাতে মাইলস্টোন-এর দীর্ঘশ্বাস
নিঃশব্দে আঁধারেই মিলিয়ে যাবে
তাই ছুটতেই পারো চোখ আর পায়ের
তোমারি দেওয়া সমস্ত গন্ডি পেড়িয়ে !
আমাদের শুধু অন্য কেউ পাবে।

কে পাবে, তা ভাবা তোমার কাজ নয়
দায়-ও নয়;
কারণ আমার খাতার কালি বদলে যায়!

                              যে কালির রং লাল বা সবুজ না হলেও
                              সাদা নয়;
                              নীলকণ্ঠই যখন, কে আর কামড়ায় !

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...