বার বার কলম ধরেছি, হাত ছুঁইনি বলে
শুনেছিলাম আমার রেখায় কিছু গরমিল
তাই এতো রেখা টানা হলো শুকনো সাদা কাগজে।
ভাবি, যদি আঙ্গুলের ফাঁকে আঙ্গুল-ই থাকতো
তাহলে কলমের স্থান হতো কোথায়?
যে কবিতায় নিজের আস্থানা গেড়েছি,
সুখ, দুঃখের মাঝে অদভূৎ সন্যাস যেখানে,
সেই কবিতার কি হতো যদি প্রেম প্রশ্রয় দিত ?
কবিতা আর ভালোবাসা coexist করে?
হয়তো তোমার গানের সুরে বিশ্বভ্রমণ ছিল,
নাক ব্যাকানো তে হাসির আলতো পালক
আঙ্গুলের খেলায় হয়তো সেলাই-এর পাঠ
আর চোখের পাতায় মিষ্টি অজুহাত।
তাই কবিতা লিখছি আজ-ও, যেমন লিখেছি কাল
তোমার প্রতিটি অক্ষরে বুনেছি আমার শব্দ-জাল।
আর থাকলো বাকি ছোট্টো ঠোঁটে হাসি,
একটু ব্যস্ত হ তাতেই, আমি এখন আসি।
শুনেছিলাম আমার রেখায় কিছু গরমিল
তাই এতো রেখা টানা হলো শুকনো সাদা কাগজে।
ভাবি, যদি আঙ্গুলের ফাঁকে আঙ্গুল-ই থাকতো
তাহলে কলমের স্থান হতো কোথায়?
যে কবিতায় নিজের আস্থানা গেড়েছি,
সুখ, দুঃখের মাঝে অদভূৎ সন্যাস যেখানে,
সেই কবিতার কি হতো যদি প্রেম প্রশ্রয় দিত ?
কবিতা আর ভালোবাসা coexist করে?
হয়তো তোমার গানের সুরে বিশ্বভ্রমণ ছিল,
নাক ব্যাকানো তে হাসির আলতো পালক
আঙ্গুলের খেলায় হয়তো সেলাই-এর পাঠ
আর চোখের পাতায় মিষ্টি অজুহাত।
তাই কবিতা লিখছি আজ-ও, যেমন লিখেছি কাল
তোমার প্রতিটি অক্ষরে বুনেছি আমার শব্দ-জাল।
আর থাকলো বাকি ছোট্টো ঠোঁটে হাসি,
একটু ব্যস্ত হ তাতেই, আমি এখন আসি।
No comments:
Post a Comment