Sunday, June 2, 2019

পর্ব

পর্ব; পর্ব নেমেছে সর্গের রথে চড়ে
নেমেছে তোমার, আমার পাড়ায় ,
হ্যাঁ, এই কুকুর খ্যাঁদানো, লোডশেডিংয়ের পাড়ায়
ধর্মের পর্ব, ঘটের পর্ব, ধর্মঘট এলো বলে ;
এই ছুটির মরশুমে ভেবেছো কোথায় যাবে?
ডান দিকে সমুদ্র, বামে খ্যাপা অরুনাভ পর্বত
তুমি ভাবছো মাঝেই থাকবে? ভেবো না,
ভেবেও কিছু হবে না, আমরা সীমানার পিঁপড়ে
গোল গোল পৃথিবী, পুবের সূর্যোদয় পশ্চিমের চন্দ্রাস্ত।
প্রশ্ন হল, মাঝের সিংহাসন কি তবে শূন্য?
কোন শূন্য? শূন্যের ভেতর শূন্য, ঢাকে মহাশূন্য
তাই যে পর্ব নেমেছে পাড়ায়, সেই তামাশা দেখো
শূন্য থেকেই সৃষ্টি যখন, অন্তঃসার আদতে সেই শূন্য।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...