Sunday, June 16, 2019

সমস্যা

সমস্যা কি, তা আমি বুঝিনা।
সত্যিই বুঝিনা, চেষ্টা করেও বুঝতে পারিনি।
প্রাচুর্যে শৈশব কেটেছে আমার
তাই সমস্যা কাকে বলে, আমি চিনতে শিখিনি।

আমার কাছে সমস্যা মানে প্রেম
তোমার কাছে এই সমস্যা হয়তো হাস্যকর,
আন্দোলনের লাল ওড়না তোমার শিখা
আর আমি? আমি শুধু পূবের শীতল হাওয়া ।

আমার শব্দেও তাই তুমি আর আসো না
এখানে নিজের জায়গা করতেও অনিচ্ছুক।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...