আকাশে মেঘ করলে ধুলো ভয় পায়
বহু পরিশ্রমে সে শূন্যের কিছু কাছে পৌঁছতে পারে
যদিও আমরা জানি, সে কখনোই
মাধ্যাকর্ষণের বোঝা কেটে উঠতে পারবে না,
কিন্তু ধুলোর অত বিদ্যে নেই, সে শুধু চেষ্টা বোঝে
আর গরম হাওয়ার ভরসায় শ্রমে লিপ্ত হয়;
এর মধ্যে হঠাৎ ব্যাঙাচির ডাক তাই কর্কশ লাগে।
গ্রাম ছেড়ে তাই সে আজ শহরে উপস্থিত হয়েছে
ভেবেছিল এত মানুষ থাকায় এখানে গরম বেশি হবে,
ঠিকই ভেবেছিল, কিন্তু অল্প বিদ্যায় বোঝেনি
যে তার মতোই অসংখ্য কোটি কোটি জাতভাই
এখানে একই আশা নিয়ে আগেই এসেছে। যে ছিল
বৈশাখের মেঠো হাওয়ার বংশীধারী একচ্ছত্র নায়ক,
আজ বুঝেছে, সে ধুলো নয়, শুধুই একটি ধূলিকণা।
এবার সে জঙ্গলে যাবে ঠিক করে নিয়েছে।
হ্যাঁ, এখানে হাওয়া অনেক বেশি শীতল হবে ঠিকই
বৃষ্টিও তাকে বারবার মাটিতে ফেলবে, কিন্তু ক্ষতি কি?
কারোর পা এসে তার নাক মাটিতে ঘষে তো দেবে না;
এখানে শূন্য পাওয়া না গেলেও ময়ূর-নৃত্য তো আছে।
হয়তো অনেক কিছু আছে, তার আশার বিপরীত
কিন্তু ওই যে বললাম, ধুলোর অত বিদ্যে নেই
তাই পছন্দের স্বপ্নে সে ইচ্ছেমত ভেসে বেড়াতে পারে।
No comments:
Post a Comment