Tuesday, June 25, 2019

প্রেম

সন্ধ্যে না নামা শহরের কোলে ফুচকা বিক্রি হয় না
হাতে হাত থাকে বটে, প্রেমের মেলেনা ঠিকানা
রাত আসে, সকালে মেলানোর জন্য
ক্লান্ত সকাল ফাঁকা পকেটে আগুন খুঁজে পায় না।
তোমার ঘুম ভাঙে; আলোয় না, ফিরে আসা শব্দে
গোলাপি ঠোঁটে চুলের আড়মোড়া, নির্বাক তুচ্ছ বায়না।

আঙুল প্রেমিক, হাওয়ায় আঁকে ঠোঁটের জোয়ার ভাঁটা
এলো চুল অহংকার ছায়া, স্বরচিত মৃদু মরীচিকা
এগোতে তাই ভয়, পাছে অহংকারের ঘুম ভেঙে যায়
গলে যায় প্রেমিকের মোম, জমে যায় ব্যাকুল হৃদয়।

প্রখর গরমে ভেজে দিন, ভুলে যেতে হয় গল্পের শিরোনাম
বেঁধে রাখো চুল, খাঁচা বন্দি প্রেমিকের মন বড্ড ছিমছাম।

অন্য শহরে রাত জাগো তুমি, তারায় তারায় মোড়া
থেকে যায় শব্দ, থেকে যায় সব, শান্ত ছিল যারা।

মিলে মিশে যায় কবিতার ক্ষত, উপহাসে ঢাকা বুক ;
স্পর্শকাতর চা নীরবে খোঁজে দিনের প্রথম চুমুক




No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...