তুমি বললে চাঁদেও কুমির-ডাঙা খেলতে পারি।
মুখ বুজে খেতে পারি কাঁচকলার তরকারি।
মিঠে হাওয়ায় ব্যালকনিতে আম খায় কোন মামনি
কচি প্রেমিকের হৃদয়ে বেজে ওঠে সংখ্যধ্বনি
গান ধরে রেডিও, আলো রাতে খুঁজে ফেরে বাড়ি
খোলা আকাশের প্রেমে কোথাও আটকে যায় ঘুড়ি।
আমি অবশ্য এসব পারি না, কি পারি তাও জানিনা
তাই বোধহয় আমারও " হাহুতাশ গেলো না।"
উপায় তো নেই তোমার গাল আলতো ছোঁব ঠোঁটে
সহ্য তো তুমিও করছো কিছু ব্যাথা গাঢ় এক চোটের।
এসো, লুডোর থালা সাজিয়ে আবার তিন ছক্কা ফেলি
বঙ্গ, মৃদঙ্গ যা বাজছে বাজুক, আমরা বন্ধু বন্ধু খেলি।
এখানে নিয়ম শুধু তুমি বানালে খেলা শুরু হতে নারাজ
যদিও সব খেলাই শেষে তোমার আঙুল ছোঁয়ার অজুহাত
আজকাল নাকি নিয়ম হয়েছে শুনি প্রেমে পড়া বারণ
পোড়া মহাভারতের রাবনরা গুলে খেয়েছে রামায়ণ।
সীতার বনবাসে কঙ্কাল জুটে যায়, রাম করে না দরাদরি
মাটিতে মিশবে না তুমি কখনও, শুধু এইটুকুই আমি জানি।
মুখ বুজে খেতে পারি কাঁচকলার তরকারি।
মিঠে হাওয়ায় ব্যালকনিতে আম খায় কোন মামনি
কচি প্রেমিকের হৃদয়ে বেজে ওঠে সংখ্যধ্বনি
গান ধরে রেডিও, আলো রাতে খুঁজে ফেরে বাড়ি
খোলা আকাশের প্রেমে কোথাও আটকে যায় ঘুড়ি।
আমি অবশ্য এসব পারি না, কি পারি তাও জানিনা
তাই বোধহয় আমারও " হাহুতাশ গেলো না।"
উপায় তো নেই তোমার গাল আলতো ছোঁব ঠোঁটে
সহ্য তো তুমিও করছো কিছু ব্যাথা গাঢ় এক চোটের।
এসো, লুডোর থালা সাজিয়ে আবার তিন ছক্কা ফেলি
বঙ্গ, মৃদঙ্গ যা বাজছে বাজুক, আমরা বন্ধু বন্ধু খেলি।
এখানে নিয়ম শুধু তুমি বানালে খেলা শুরু হতে নারাজ
যদিও সব খেলাই শেষে তোমার আঙুল ছোঁয়ার অজুহাত
আজকাল নাকি নিয়ম হয়েছে শুনি প্রেমে পড়া বারণ
পোড়া মহাভারতের রাবনরা গুলে খেয়েছে রামায়ণ।
সীতার বনবাসে কঙ্কাল জুটে যায়, রাম করে না দরাদরি
মাটিতে মিশবে না তুমি কখনও, শুধু এইটুকুই আমি জানি।
No comments:
Post a Comment