বড় শহর, ইতিহাসকে মুঠোয় রাখা শহর
জঞ্জালকে ঘর দিতে পারা মহাশহর;
রাস্তায় তারার মেলা বসাতে সক্ষম শহর।
গাছ, মানুষ, কংক্রিটের অহংকারের শহর।
প্রাণপনে বাঁচতে চাওয়ার শহর, হাহাকারের শহর।
এ শহর মজবুতির শহর, মেরামতের শহর।
শুধু স্নিগ্ধতা খুঁজতে গেলেই ছন্দ ভেঙে যায়।।
জঞ্জালকে ঘর দিতে পারা মহাশহর;
রাস্তায় তারার মেলা বসাতে সক্ষম শহর।
গাছ, মানুষ, কংক্রিটের অহংকারের শহর।
প্রাণপনে বাঁচতে চাওয়ার শহর, হাহাকারের শহর।
এ শহর মজবুতির শহর, মেরামতের শহর।
শুধু স্নিগ্ধতা খুঁজতে গেলেই ছন্দ ভেঙে যায়।।
No comments:
Post a Comment