অন্তরীক্ষ; দুটি ক্ষুদ্র তারার মাঝে অসীম তার ব্যাপ্তি।
দুটি তারা, আপন আলোয় আপন বৃত্তের কান্ডারী যারা
কাছে আসা মানেই যাদের দূরে সরে যাওয়া।
অন্তরীক্ষ, আলোয় হারানো কিছু আলো খুঁজে পাওয়া।
সব তারা পোড়ে না, হঠাৎ যায় গুটিয়ে
ভয়ানক আঁধারে আলো শোষে চুটিয়ে;
তরঙ্গ ছুটে আসে প্রানপনে পালিয়ে
কোন বীনা নেবে তারে সংগীতে সাজিয়ে?
ধিকি ধিকি রাতে জ্বলে হৃদয়ের কূপ
ধূলো ঢাকা তারারা আজ ধংসস্তূপ।
পাহাড়ের হাহাকারে ফোটে ঝর্নার রূপ
ভালোবাসা নতমুখে থেকে যায় চুপ।
দুটি তারা, আপন আলোয় আপন বৃত্তের কান্ডারী যারা
কাছে আসা মানেই যাদের দূরে সরে যাওয়া।
অন্তরীক্ষ, আলোয় হারানো কিছু আলো খুঁজে পাওয়া।
সব তারা পোড়ে না, হঠাৎ যায় গুটিয়ে
ভয়ানক আঁধারে আলো শোষে চুটিয়ে;
তরঙ্গ ছুটে আসে প্রানপনে পালিয়ে
কোন বীনা নেবে তারে সংগীতে সাজিয়ে?
ধিকি ধিকি রাতে জ্বলে হৃদয়ের কূপ
ধূলো ঢাকা তারারা আজ ধংসস্তূপ।
পাহাড়ের হাহাকারে ফোটে ঝর্নার রূপ
ভালোবাসা নতমুখে থেকে যায় চুপ।
No comments:
Post a Comment