Wednesday, June 5, 2019

ধুলো

আমি ধুলো; কঠিন লড়াই-এর শেষে আমার জন্ম,
তবে এই জন্ম তো আমি চাইনি।
জীবনের রাজপ্রাসাদ গড়ে চলা মহা বিস্ময়কর জগতে
ভাবতো, দেখেছো আমার মতো? জীবনে যার অভক্তি।
কল্পনা আমায় বলে, শূন্য থেকেই নাকি অশূন্যের জন্ম,
মেনে নেব? নিতে হবে? কেন? মন্ত্রী চেয়েছে বলে?
শূন্য কি অতই সস্তা তোমাদের ছেঁড়া কাপড়ের অঙ্কনে?
আমি ধুলো, আমি শূন্যে যেতে চেয়েছি আজীবন!
কোথায়? কোথায় শূন্য আছে বলতে পারো আমায়?
জন্মেছ বরফের ছায়ায়,
                 তুমি নাকি লিখবে ধুলোর ইতিকথা!

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...