ছেলেটি ভেবেছে একটা কেক কিনে খাবে
পয়সা দিয়ে না, কব্জির হঠাৎ বেড়ে ওঠা জোরে
কোন দোকান, কাদের চোখ, কার নোনা আর্দ্রতা
কেকের কিছুই এসে যায় না তাতে, সে শুধু
বাসি হতে চায় না।
কেউ সন্ধ্যে নামলে ময়দানের খুব কাছে যায়
অন্ধকার ময়দানে ঢোকা নিষেধ; কান পাতলেই
বোধয় ফেলে আসা অন্ধকাররা নতুন শ্রোতা পায়;
অতএব একটু চিনি মেশা প্রয়োজন কাঁচের গেলাসে
পাছে তেতোও হঠাৎ মিষ্টি হয়ে ওঠে।
এদিকে শুনছি শিক্ষক নামতা ভুলে গেছেন
ভয়ের কিছু নেই, ইতিহাস অবহেলার এ এক ছোট্ট ফল
ছাত্ররা খুবই হাসছে তাই, আজ তাদের ভয় উধাও
স্টাফ রুম, চক, ডাস্টার, কঞ্চি নিয়ে তারা ভাবে না।
ভাগ্যিস ভাবে না; টিফিনে কেক পেলেই তারা খুশি ।।
পয়সা দিয়ে না, কব্জির হঠাৎ বেড়ে ওঠা জোরে
কোন দোকান, কাদের চোখ, কার নোনা আর্দ্রতা
কেকের কিছুই এসে যায় না তাতে, সে শুধু
বাসি হতে চায় না।
কেউ সন্ধ্যে নামলে ময়দানের খুব কাছে যায়
অন্ধকার ময়দানে ঢোকা নিষেধ; কান পাতলেই
বোধয় ফেলে আসা অন্ধকাররা নতুন শ্রোতা পায়;
অতএব একটু চিনি মেশা প্রয়োজন কাঁচের গেলাসে
পাছে তেতোও হঠাৎ মিষ্টি হয়ে ওঠে।
এদিকে শুনছি শিক্ষক নামতা ভুলে গেছেন
ভয়ের কিছু নেই, ইতিহাস অবহেলার এ এক ছোট্ট ফল
ছাত্ররা খুবই হাসছে তাই, আজ তাদের ভয় উধাও
স্টাফ রুম, চক, ডাস্টার, কঞ্চি নিয়ে তারা ভাবে না।
ভাগ্যিস ভাবে না; টিফিনে কেক পেলেই তারা খুশি ।।
No comments:
Post a Comment