এতো শব্দের ভিড়ে
তোমার জন্য শুধু একটাই গান লিখতে চায়
সে গান কিছুতেই আসে না,
তাই ভাষা খুঁজে পেয়েও বোবা কণ্ঠ হারায়।
গানের খাতায় নীল
অঞ্জন, মহীন , সুমন বা অনুপমের ফাঁকা ফ্রেম
কোথাও ঘাপটি মারা অভিমান,
কোথাও শ্রীজাতর ছাটে ভেজা এক-দু পাতা প্রেম।
ভেসে যায় চোখ, ঝরে যায় সময়ের বালি
বোঝে না বোবা
ছোঁয়া পাওয়া হাতও কেন থেকে যায় খালি।
মুঠোর চেয়েও ছোট যে হৃদয়
জানে না বোবা তার আসল পরিচয়
দিন দিন বাড়ে রক্তের চাপ
হায়! এতো কথা সে জমায় কোথায়?
তোমার জন্য শুধু একটাই গান লিখতে চায়
সে গান কিছুতেই আসে না,
তাই ভাষা খুঁজে পেয়েও বোবা কণ্ঠ হারায়।
গানের খাতায় নীল
অঞ্জন, মহীন , সুমন বা অনুপমের ফাঁকা ফ্রেম
কোথাও ঘাপটি মারা অভিমান,
কোথাও শ্রীজাতর ছাটে ভেজা এক-দু পাতা প্রেম।
ভেসে যায় চোখ, ঝরে যায় সময়ের বালি
বোঝে না বোবা
ছোঁয়া পাওয়া হাতও কেন থেকে যায় খালি।
মুঠোর চেয়েও ছোট যে হৃদয়
জানে না বোবা তার আসল পরিচয়
দিন দিন বাড়ে রক্তের চাপ
হায়! এতো কথা সে জমায় কোথায়?
No comments:
Post a Comment