আমার কাউকেই ভালো লাগে না, আশ্চর্যের কিছু নেই
মানুষ নামে কলঙ্ক ঘুরে বেড়াচ্ছে ভেতরে বাইরে
যেখানেই দেখি বিরক্তি অতিরিক্ত কিছুই খুঁজে পাই না
শুধু কৌতূহলের মশলায় চচ্চড়ি হতে বসেছি।
কি ইচ্ছে জানার আমি কার প্রেমে পড়ে আছি
নির্লজ্জ সমাজ। থুতু ফেললেও বোধহয় তা কালো হয়ে যাবে,
অথচ এদের যতই সর্দি লাগুক, মনের ময়লা দূর হবে না,
এরা এরকমই থাকার জন্য জন্মেছে, শিখেছে, এরকমই থাকবে।
মানুষ নামে কলঙ্ক ঘুরে বেড়াচ্ছে ভেতরে বাইরে
যেখানেই দেখি বিরক্তি অতিরিক্ত কিছুই খুঁজে পাই না
শুধু কৌতূহলের মশলায় চচ্চড়ি হতে বসেছি।
কি ইচ্ছে জানার আমি কার প্রেমে পড়ে আছি
নির্লজ্জ সমাজ। থুতু ফেললেও বোধহয় তা কালো হয়ে যাবে,
অথচ এদের যতই সর্দি লাগুক, মনের ময়লা দূর হবে না,
এরা এরকমই থাকার জন্য জন্মেছে, শিখেছে, এরকমই থাকবে।
No comments:
Post a Comment