তখন ছোট ছিলাম, আঙুল ধরে হাঁটতাম
মা ভয় পেতো রাস্তায় হারিয়ে না যাই
মাসি ভয় পেতো পাছে গাড়ি চাপা পড়ি
বাবা এমনিই ধরে থাকতো, এখনও যেমন ধরে
কাকু ভয় পেতো অন্য দোকানে না ঢুকে যাই
ভাইয়ের ভয়, অচেনা রাস্তায় কেউ তাকে তুলে না নেয়
তখন ছোট ছিলাম, আঙুল ধরে হাঁটতাম সবসময়;
ভয় তো আমারও ছিল, প্রেম যেন না পালায়।
ভাবতে ভাবতে কি ভাবে যে বড় হয়ে গেলাম!
মা ভয় পেতো রাস্তায় হারিয়ে না যাই
মাসি ভয় পেতো পাছে গাড়ি চাপা পড়ি
বাবা এমনিই ধরে থাকতো, এখনও যেমন ধরে
কাকু ভয় পেতো অন্য দোকানে না ঢুকে যাই
ভাইয়ের ভয়, অচেনা রাস্তায় কেউ তাকে তুলে না নেয়
তখন ছোট ছিলাম, আঙুল ধরে হাঁটতাম সবসময়;
ভয় তো আমারও ছিল, প্রেম যেন না পালায়।
ভাবতে ভাবতে কি ভাবে যে বড় হয়ে গেলাম!
No comments:
Post a Comment