Tuesday, June 11, 2019

Aha re

যদি সত্যি কথা দিয়ে এই কবিতা তৈরী করি,
তবেও কি তুমি ফুটে উঠবে না?
ছন্দ তো তুমি মানো না আমার সাথে,
তাই একটু ছন্নছাড়া হয়েই দেখি না,
এতো রঙের ভিড়ে তুমি ভেসে ওঠো কি না;
যদি জানতে চাও আদৌ তোমায় কি চিনেছি,
বোকার মতো উত্তর দিতে উদ্যত হয়ে থেমে যাবো।
থেমে যাবো, কারণ সত্যি বলতে এটুকুই চিনেছি নিজেকে-
তোমায় ছোট খুশি কিছু দিতে পারি, হয়তো তাই যথেষ্ট।
তারপর যা যা আছে, যতটা আছে, শুধু তুমি আছো
কিন্তু সেই থাকায় শুধু আমার চাওয়া আছে, বারবার; অনবরত ;
এতো চাইলে শুনেছি দেওয়াটা কিছু কমে যায়। আমি জানি না।
এক সময় ছিল যখন ভাবতাম এই চাওয়াই হল ভালোবাসা
এখন চারিদিকে এতো চাওয়া দেখি, নিজের ভালোবাসাকেই ভয় হয়।
তাই তোমায় চেয়েও চাইতে পারিনা, তোমায় ছুঁয়েও ছুঁতে পারিনা।
শুধু বারবার মনে হয় তোমায় ভালোবেসেও ভালোবাসতে পারি না।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...