এখানে আলো আছে, আঁচ নেই
নদী আছে, সেতু আছে, নৌকো নেই
ঘুম আছে, কাজ আছে, সন্ধ্যে নেই
ফল আছে, মাছ আছে, ক্ষিদে নেই
মেঘ আছে, বৃষ্টি আছে, বর্ষা নেই
ট্রাম আছে, কবিতা আছে, হাওয়া আছে,
আছে জমে থাকা কাপ, জনমগ্ন কাফে
আছে জমতে থাকা শব্দের পুড়তে থাকা বর্তমান ,
আগামীর পাতায় উল্টে যাওয়া ইতিহাসের অভিমান;
আছে নতুন দীর্ঘশ্বাস, না থাকার ভিড়ে থাকার অবকাশ
আছে প্রত্যাখ্যাত ছন্দের ক্ষত, আছে আরও কিছু মাস
কবিতার শুরুতে ভেবেছিলাম তুমি শুধু নেই
শেষে কবিতাও তোমার প্রেমে পড়লো সেই।
নদী আছে, সেতু আছে, নৌকো নেই
ঘুম আছে, কাজ আছে, সন্ধ্যে নেই
ফল আছে, মাছ আছে, ক্ষিদে নেই
মেঘ আছে, বৃষ্টি আছে, বর্ষা নেই
ট্রাম আছে, কবিতা আছে, হাওয়া আছে,
আছে জমে থাকা কাপ, জনমগ্ন কাফে
আছে জমতে থাকা শব্দের পুড়তে থাকা বর্তমান ,
আগামীর পাতায় উল্টে যাওয়া ইতিহাসের অভিমান;
আছে নতুন দীর্ঘশ্বাস, না থাকার ভিড়ে থাকার অবকাশ
আছে প্রত্যাখ্যাত ছন্দের ক্ষত, আছে আরও কিছু মাস
কবিতার শুরুতে ভেবেছিলাম তুমি শুধু নেই
শেষে কবিতাও তোমার প্রেমে পড়লো সেই।