Friday, May 3, 2019

তুবড়ি

আমার অন্তর ভর্তি শব্দ, শুধু শব্দ
ঝড় নেই, ঝাপ্টা নেই, বজ্রপাত নেই
তাই শব্দের মেঘ গর্জন করলেও
বর্ষার মুক্তির অনুভূতি তাদের নেই
তাদের ব্যাথা শুধু জমতে শিখেছে 
স্তরের ওপর স্তর, ঘরের ভেতর ঘর
তাই শব্দ আছে, ধাক্কা আছে, যন্ত্রনা আছে
আর আছে একটা শরীর, সুখের মরশুমে
অনেক তুবড়ির মধ্যে, আগুনের আঁচ চেয়ে।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...