কোথাও একটা গন্ডগোল হচ্ছে বিহারী বাবু,
ঘুম দুপুরে আসছে, খিদে দিনভর ঘুমোচ্ছে
কাজ সন্ধ্যের সাথে চুটিয়ে প্রেম করতে চাইছে,
(যদিও সন্ধ্যে নিজের খেয়ালে রাতকে আঁচ দিচ্ছে)
ওদিকে সকাল একা একা বিরহে কাতর!
সন্যাসী রাত কাজের অপেক্ষায় প্রায় পাগল,
যতই বোঝার চেষ্টা করছি, সব ঘেঁটে যাচ্ছে।
বিহারী বাবু, কোথাও বড় কিছু গন্ডগোল হচ্ছে।
ঘুম দুপুরে আসছে, খিদে দিনভর ঘুমোচ্ছে
কাজ সন্ধ্যের সাথে চুটিয়ে প্রেম করতে চাইছে,
(যদিও সন্ধ্যে নিজের খেয়ালে রাতকে আঁচ দিচ্ছে)
ওদিকে সকাল একা একা বিরহে কাতর!
সন্যাসী রাত কাজের অপেক্ষায় প্রায় পাগল,
যতই বোঝার চেষ্টা করছি, সব ঘেঁটে যাচ্ছে।
বিহারী বাবু, কোথাও বড় কিছু গন্ডগোল হচ্ছে।
No comments:
Post a Comment