Saturday, May 11, 2019

ধারা

কি হবে, আরো একটা যুদ্ধ জিতে?
কাকে হারাবে তুমি? আর কাকে হারাবে?
মুক্তি তো সেই দুই চরণতলে, অন্তরালে
অন্ধকারে বিকশিত পাঁপড়ির মায়াডোরে
কি চাও, আরো একটা যুদ্ধ লড়ে?
যে ঝর্ণা বইছে তোমারই গভীরতরে
হে পুলকিত, বইতে দাও তারে,
বইতে দাও পাষানের মরম জুড়ে
বইতে দাও আজ, নয়নের নয়ন ভরে।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...