মন তো চাইতেই জানে, তার অত দোষ নেই
চিন্তা নেই, তুই না মানলে মনকে মানিয়ে নেব ;
কিন্তু তোকে কি আদৌ মানাতে পারবো?
বোকার মত ভালোবাসি, তাই বোকার মতোই বলি
অথবা বোকার মত না বলেই দিন পার করি,
তোকে দেখি, তোর তীক্ষ্ণ দৃষ্টিরই অগোচরে,
মন ভোরে দেখি, এই হয়তো একদিন যথেষ্ট হবে,
হওয়া উচিতও; তোকে ভালোবাসায় ফাঁকি দেব না,
তা যতই ভুল হোক, অকারণ হোক,
এই ভালোবাসা যদি মিথ্যে হয়, তবে আমার সত্যি কি?
চিন্তা নেই, তুই না মানলে মনকে মানিয়ে নেব ;
কিন্তু তোকে কি আদৌ মানাতে পারবো?
বোকার মত ভালোবাসি, তাই বোকার মতোই বলি
অথবা বোকার মত না বলেই দিন পার করি,
তোকে দেখি, তোর তীক্ষ্ণ দৃষ্টিরই অগোচরে,
মন ভোরে দেখি, এই হয়তো একদিন যথেষ্ট হবে,
হওয়া উচিতও; তোকে ভালোবাসায় ফাঁকি দেব না,
তা যতই ভুল হোক, অকারণ হোক,
এই ভালোবাসা যদি মিথ্যে হয়, তবে আমার সত্যি কি?
No comments:
Post a Comment