Tuesday, May 28, 2019

থলি

মাঝ গলিতে ইলাহি পটল, হাঁক দিচ্ছে নাক ,
নাড়ুর বাড়ির চাঁদ উঠেছে ছাদের কোনে ফাঁক
তিন পটলে বেগুন বাছা লাল লঙ্কার সাজ
এই বুঝি সাইকেল এলো, ফুচকায় বড় ঝাঁজ।
পালং যাচ্ছে থলির কোনে, আলতো ছুঁয়ে বরবটি
সাইকেল নাচে তা ধিন ধিন; দুইয়ের পায়ে এক চটি।
খরমুজ গোণে বিচির খেয়াল, পেপে পায় না আমের আঁটি
মাছের চোখে জল জমেছে, মুরগিগুলোর দাঁতকপাটি।
হলদে কাঁঠাল সবুজ হারায় সান্ধ্যকালীন আলো বাজার
"আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি" নির্বিকার।।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...