খুলে আসছে, সব খুলে আসছে
কত শেকল বাঁধা হয়েছিল , কত শত প্রকারে
কিন্তু দ্যাখো, সব খুলে আসছে,
ফুলের মেলা দেখাবে ভেবেছিলো, হায় বসন্ত!
এক এক করে সব পাঁপড়ি খুলে আসছে
কুঁড়ির লজ্জা আজ মেনেছে হার, হেরেছে অহংকার
মাটির বুকে পাঁপড়ির আঘাত, শিশির ধূলিস্যাৎ।
খুলে আসছে ব্যাথার মুঠো, মুক্তি মর্মে মম
খুলে আসছে দ্যাখো সূর্যের ছটা, শশী সম।
আঁধার-অভ্যন্তরে হারিয়েছে কত মহা-তারকা,
শিশির কণায় প্রতিবিম্বিত অসীম সৃষ্টিকর্তা।
হে মহাকাল, তোমার বাঁধন শুধু তোমায় মানায়
কোন রূপে ভোলাও বলো গোলাপের প্রাণ ?
কত শেকল বাঁধা হয়েছিল , কত শত প্রকারে
কিন্তু দ্যাখো, সব খুলে আসছে,
ফুলের মেলা দেখাবে ভেবেছিলো, হায় বসন্ত!
এক এক করে সব পাঁপড়ি খুলে আসছে
কুঁড়ির লজ্জা আজ মেনেছে হার, হেরেছে অহংকার
মাটির বুকে পাঁপড়ির আঘাত, শিশির ধূলিস্যাৎ।
খুলে আসছে ব্যাথার মুঠো, মুক্তি মর্মে মম
খুলে আসছে দ্যাখো সূর্যের ছটা, শশী সম।
আঁধার-অভ্যন্তরে হারিয়েছে কত মহা-তারকা,
শিশির কণায় প্রতিবিম্বিত অসীম সৃষ্টিকর্তা।
হে মহাকাল, তোমার বাঁধন শুধু তোমায় মানায়
কোন রূপে ভোলাও বলো গোলাপের প্রাণ ?
No comments:
Post a Comment