পথ ? সে তো তোমারই বোনা
মধ্যরাতে অন্য গগনের নায়করূপে
সব ভয়ের সীমানার অতীত হতে
খোলা চোখে নিঃশব্দ নিদ্রাবেশে
আলোর পরশ হয়ে পরাজয়ের বুকে
আমারই শব্দে নিজের পূর্ণ সাজে
সবার মাঝে অন্ধকারে নেমে এসো,
যেমন প্রাচীন পুরীতে বৃষ্টি নামতো
ধুয়ে দিত রক্ত-পরিশ্রমের ক্ষুদ্রতম ছাপ
তেমনই এই শান্ত পুকুরপাড়ে নিজের প্রতিবিম্বে
নেমে এসো। অনেক দিন ডুবেছে শান্ত স্রোতে।
তুমি অনন্ত, কিন্তু আমি তো দিনের দ্বার-রক্ষী
কবিতা ফুরিয়ে এলো, এবার ফিরে এসো।
মধ্যরাতে অন্য গগনের নায়করূপে
সব ভয়ের সীমানার অতীত হতে
খোলা চোখে নিঃশব্দ নিদ্রাবেশে
আলোর পরশ হয়ে পরাজয়ের বুকে
আমারই শব্দে নিজের পূর্ণ সাজে
সবার মাঝে অন্ধকারে নেমে এসো,
যেমন প্রাচীন পুরীতে বৃষ্টি নামতো
ধুয়ে দিত রক্ত-পরিশ্রমের ক্ষুদ্রতম ছাপ
তেমনই এই শান্ত পুকুরপাড়ে নিজের প্রতিবিম্বে
নেমে এসো। অনেক দিন ডুবেছে শান্ত স্রোতে।
তুমি অনন্ত, কিন্তু আমি তো দিনের দ্বার-রক্ষী
কবিতা ফুরিয়ে এলো, এবার ফিরে এসো।
No comments:
Post a Comment