কোথাও হয়তো সূর্য ডুবছে এখন,
ডুবতে চাইছে কিন্তু হতচ্ছাড়া পৃথিবী
আমন্ত্রণ দিয়ে বারবার ঘুরে যায়
সূর্যের অভিমান হয় বড়, "আমার
আলোয় যত রূপের ছটা, আর
আমায়ই নিতে চায় না! কিসের অহংকার?"
পৃথিবী সেসব ভাবে না, ঘোরাই তার ধর্ম
মিছে অহংকারেই রোজ সূর্য ডুবে যায়।
ডুবতে চাইছে কিন্তু হতচ্ছাড়া পৃথিবী
আমন্ত্রণ দিয়ে বারবার ঘুরে যায়
সূর্যের অভিমান হয় বড়, "আমার
আলোয় যত রূপের ছটা, আর
আমায়ই নিতে চায় না! কিসের অহংকার?"
পৃথিবী সেসব ভাবে না, ঘোরাই তার ধর্ম
মিছে অহংকারেই রোজ সূর্য ডুবে যায়।
No comments:
Post a Comment