Thursday, May 30, 2019

দিন

আকাশ মেঘলা, দিন তো না
তবে দিন ঠিক কি?
দিন যদি শুধুই সময় হয়
তবে ফিরে আসে কেন?
কে কার পাশে ঘুরলো,
তা দিয়ে কি সত্যিই দিনকে চেনা যায়?
বিকেল কি আদৌ দিনের রাত্রি নয়?
যাই হোক, বলছিলাম আকাশ মেঘলা
সে বলে কি তোমার সূর্যোদয় হবে না?

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...