সময় চয়ন করতে বলে
অনেক পথের একটি পথ
বহু নিশানের মাঝে একটি রথ
সময় সব সময়ই চয়ন করতে বলে বটে
কিন্তু কখনও সারথি চয়ন করা যায় না।
হয়ত সারথির ঘুম থেকে উঠতে ইচ্ছে নেই
হয়ত ওঠার মত আদৌ কোনো প্রয়োজন নেই
তাহলে কেন মিছেমিছি সময় খেলতে চায়?
সবাইকে বড় করে দিয়ে এই অদ্ভুত আবদার কেন?
সময় কি চায়, তা সময় কি বুঝেছে এখনও ?
যে সময় সবার, সকলের, সকল কিছুর,
সেই সময়ের সময়ের হিসাব কে রেখেছে বলতে পারো?
হয়তো সময় জানে, কিন্তু সে বলবে কেন ?
অনেক পথের একটি পথ
বহু নিশানের মাঝে একটি রথ
সময় সব সময়ই চয়ন করতে বলে বটে
কিন্তু কখনও সারথি চয়ন করা যায় না।
হয়ত সারথির ঘুম থেকে উঠতে ইচ্ছে নেই
হয়ত ওঠার মত আদৌ কোনো প্রয়োজন নেই
তাহলে কেন মিছেমিছি সময় খেলতে চায়?
সবাইকে বড় করে দিয়ে এই অদ্ভুত আবদার কেন?
সময় কি চায়, তা সময় কি বুঝেছে এখনও ?
যে সময় সবার, সকলের, সকল কিছুর,
সেই সময়ের সময়ের হিসাব কে রেখেছে বলতে পারো?
হয়তো সময় জানে, কিন্তু সে বলবে কেন ?
No comments:
Post a Comment