Friday, May 31, 2019

সময়

সময় চয়ন করতে বলে
অনেক পথের একটি পথ
বহু নিশানের মাঝে একটি রথ
সময় সব সময়ই চয়ন করতে বলে বটে
কিন্তু কখনও সারথি চয়ন করা যায় না।
হয়ত সারথির ঘুম থেকে উঠতে ইচ্ছে নেই
হয়ত ওঠার মত আদৌ কোনো প্রয়োজন নেই
তাহলে কেন মিছেমিছি সময় খেলতে চায়?
সবাইকে বড় করে দিয়ে এই অদ্ভুত আবদার কেন?
সময় কি চায়, তা সময় কি বুঝেছে এখনও ?
যে সময় সবার, সকলের, সকল কিছুর,
সেই সময়ের সময়ের হিসাব কে রেখেছে বলতে পারো?
হয়তো সময় জানে, কিন্তু সে বলবে কেন ?

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...