Friday, May 17, 2019

প্রবাদ

জাত, ধৰ্ম, অহমিকা, সব কিছুর শেষ আছে
হয় তোমার সাথে শেষ হবে, অথবা বহু আগে ,
নয়ত তোমার মুছে যাওয়ার কোটি বছর পরে ;
সব কিছুর শেষ অবশ্যম্ভাবী।
শেষ হবে না শুধু এই শেষ হওয়ার খেলা
তাই তোমার সব খেলাই আদতে অহেতুক।

যতই খেলো, তোমার রূপ লোকাবে কোথায়?
জল তো হতে পারবে না, তুমি শুধুই বাষ্প
যে ঢাকতে চায় তোমায়, সে বোঝে তোমার চাপ
যারা বড্ডো জেদি, তাদের পুড়িয়েছো হাত
কিন্তু এই ঢাকনার সাথে নয় জিতলে, তারপর?
শুন্য গগনে শুকনো বরফ হয়েই থাকা  তোমার ভবিষ্যৎ।

তাই যাও, নিয়তির নিঃশ্বাসে মিশে যাও বরং
আমার জন্য প্রবাদ আছে, জল মানে জীবন।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...