Friday, May 18, 2018

টুকরো

একদিন, একটা, কবিতা ভালো লেগে যাবে তোর;
হাজার হাজার জমে থাকা হতাশাকে ফাঁকি দিয়ে
তোর কোলে রেখে আসবে এক টুকরো মনের জোর।

আর হয়তো, সেই একটা টুকরোই জুড়ে দেবে
ভেঙে যাওয়া বেশ কিছু টুকরো, যা এক সময়
তুই ছিলি, আজ শুধু লুকোনো কোনো গুপ্তধনে।

তবে বলে রাখি, আমার ধনী হওয়ার কিন্তু শখ নেই
পরম ধন পেয়ে গেছি অনেকদিন আগেই, ভুল করে
আজ তাই, সব ভেঙে যাওয়া টুকরো খুঁজে, জুড়ে যাই।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...