তোর ওপর রাগ হয়
তোর আওয়াজ আসে না,
তোর খবর আসে তাও;
রাগ হয় তোর ওপর
বুঝি না, কিসের এই বন্দীদশা!
তুইও চুপ থাক
আমিও তাই থাকি
শুধু সময় বয়ে যাক
আর নিজেদের দি ফাঁকি।
রাগ হয়, কিন্তু তোর ওপর না
শুধু নিজেরই ওপর সব রাগ আঁছড়ে পড়ে ।।
তোর আওয়াজ আসে না,
তোর খবর আসে তাও;
রাগ হয় তোর ওপর
বুঝি না, কিসের এই বন্দীদশা!
তুইও চুপ থাক
আমিও তাই থাকি
শুধু সময় বয়ে যাক
আর নিজেদের দি ফাঁকি।
রাগ হয়, কিন্তু তোর ওপর না
শুধু নিজেরই ওপর সব রাগ আঁছড়ে পড়ে ।।
No comments:
Post a Comment