Thursday, May 17, 2018

ফাঁকি 😜

কবিদের বোধয় বুঝতে শিখেছি;
তোমায় চাইতেই তাদের পরমানন্দ
আর না পেলে ... জীবনানন্দ।

আবার ভাবছো তো, কি আজে বাজে লিখছি!
বিশ্বাস করো, কবিরা খুব ফাঁকিবাজ,
জীবনকে ফাঁকি দেওয়াই একমাত্র কাজ।

জানি মানতে চাইবে না,
আসলে ফাঁকির খেলাই তুরুপের তাস,
তুমিও খুঁজছো কবিতায় নিজের সর্বনাশ।

আহা, এসব কি বলছি !
যদিও চিন্তা নেই,
আমার কবিতায় কোনো ছন্দ নেই
কোনো গভীর অর্থ নেই, মিথ্যে নেই,
তাই সত্যি বলতে ফাঁকিও নেই;
তাই আমার কবিতা তুমি পড়ছো না,
মন কেমন করলে তাহলে,
আমার হাসিটাই মনে করে নিয়ো,
দেখবে, ধুয়ে যাচ্ছে সমস্ত যন্ত্রনা।।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...