Tuesday, May 15, 2018

চাই না

যে কথা বলতে চাই,
তার জন্য বলতে হয়
অনেক অনেক কথা, যা বলতে চাই না;

যে মুখ দেখতে চাই
তার জন্য খুঁজে ফিরি
অসংখ্য মুখ, যা কখনই দেখতে চাই না;

যে ছবি আঁকতে চাই,
তার জন্য সমস্ত রং
মিশিয়ে কালো করে ফেলি, কখনোই চাই না;

যে আদর পেতে চাই,
তার জন্য হাজার হাজার
ঠোঁট স্পর্শ করি, কিন্তু কোথাও পাই না;

পাবোও না,
যতদিন না এই সত্যি মিথ্যের খেলা ভেঙে
নিজের সর্বাঙ্গ দিয়ে তোমায় ভালোবেসে
কাছে টেনে, তোমার চোখে চোখ রেখে
নিঃস্ব হয়ে যাবো, ততদিন কিছুই পেতে চাই না।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...