ছোট্ট গল্প তুমি, খুবই ছোট
বিকেলের ফুল,
ঝোরে পড়তেই তুমি ফোটো।
তবে তোমায় ফুটতে আমি দেখি,
সন্ধ্যামালতি,
বিষন্নতার অন্ধকারে কে যে কার সাথী!
ভেবো তো,
আমি আসলে গল্প না কবিতা;
নাকি অসমাপ্ত আরো একটা উপন্যাস?
থাক, তুমি ফুলই ভালো;
এসব শুধুই অহেতুক ভাবনা
ভাবনার কুঁড়িতেই কত কবির সর্বনাশ।
বিকেলের ফুল,
ঝোরে পড়তেই তুমি ফোটো।
তবে তোমায় ফুটতে আমি দেখি,
সন্ধ্যামালতি,
বিষন্নতার অন্ধকারে কে যে কার সাথী!
ভেবো তো,
আমি আসলে গল্প না কবিতা;
নাকি অসমাপ্ত আরো একটা উপন্যাস?
থাক, তুমি ফুলই ভালো;
এসব শুধুই অহেতুক ভাবনা
ভাবনার কুঁড়িতেই কত কবির সর্বনাশ।
No comments:
Post a Comment