আজ ছুটে যাক বাচ্চার দল, ঘন্টার পরোয়া না করে
আজ হাওয়া ছুঁয়ে যাক তোমায়, জানলার কাঁচ না মেনে
আজ সব লাল নীল মিশে একাকার হয়ে আকাশে বেড়াক ভেসে
আজ সব বাড়ি ঘর ভেঙে চুড়মার হোক আমাদের তাসের দেশে
কোনো অঙ্কই না মিলে আজ পাখি হয়ে উড়ে যাক ডানা মেলে
সব কবিতা ছিটকে যাক নতুন কোনো মহাকাব্যের সন্ধানে।
আজ হাওয়া ছুঁয়ে যাক তোমায়, জানলার কাঁচ না মেনে
আজ সব লাল নীল মিশে একাকার হয়ে আকাশে বেড়াক ভেসে
আজ সব বাড়ি ঘর ভেঙে চুড়মার হোক আমাদের তাসের দেশে
কোনো অঙ্কই না মিলে আজ পাখি হয়ে উড়ে যাক ডানা মেলে
সব কবিতা ছিটকে যাক নতুন কোনো মহাকাব্যের সন্ধানে।
No comments:
Post a Comment