Saturday, May 5, 2018

পশ্চাৎ

যাহারা নিজেদের পাশ্চাৎ মারাইয়াছ,
তাহাদের উদ্দেশে বানী
এদিক ওদিকের লীলা অভিযানে
আরও কত টানাটানি?
কেউ দেবে না মলম, কোন শালা
দেবে না burnol আনি,
নিজের গুহায় মশাল জ্বালো
পিশাচ হও বা ডাকিনি!

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...