Friday, May 4, 2018

আধার

মাঝেমাঝে নিজের মনকেই অবশ হতে দেখি,
বারবার ভাবি, 
তোমাকে আধার করে সব কিছু লুকিয়ে রাখি।

কিন্তু না চাবি পাই, না দরজা, না অজুহাত
তাই কবিতা,
ফাঁকা কাগজে তোমাকেই এঁকে চলেছি সারা রাত।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...