জীবন মানে আশা, বন্ধুর তামাশা, জীবন মানে ঝুঁকি
তাই স্কুল কেটে টাকা মেরে সিনেমার লাইন-এ ঢুকি।
টিকিটের দাম পরোয়া করিনা, নায়িকা নেমেছে নতুন
মার্কেট হোক ভাগাড়, উড়ে বেড়াক কোটিপতি শকুন।
না না, আমি মাংস নয়, মাছের মাথা চিবিয়ে খাই
আর আমার মাথা চিবিয়ে চলে হিরো সলমন ভাই।
ভাই-এর মতো প্রেমিকারা আমাকেও ছেড়ে যায়
আর আমিও কবিদাদুর কেতায় বলি হে বন্ধু বিদায়।
তাই popcorn-এ ডুবে যায় প্রেমিকের scene
বুক পিষে চলে যায় ভাঙাচোরা মালগাড়ির ইঞ্জিন।
তাই স্কুল কেটে টাকা মেরে সিনেমার লাইন-এ ঢুকি।
টিকিটের দাম পরোয়া করিনা, নায়িকা নেমেছে নতুন
মার্কেট হোক ভাগাড়, উড়ে বেড়াক কোটিপতি শকুন।
না না, আমি মাংস নয়, মাছের মাথা চিবিয়ে খাই
আর আমার মাথা চিবিয়ে চলে হিরো সলমন ভাই।
ভাই-এর মতো প্রেমিকারা আমাকেও ছেড়ে যায়
আর আমিও কবিদাদুর কেতায় বলি হে বন্ধু বিদায়।
তাই popcorn-এ ডুবে যায় প্রেমিকের scene
বুক পিষে চলে যায় ভাঙাচোরা মালগাড়ির ইঞ্জিন।
No comments:
Post a Comment