মহীষাসুর খুঁজে ফেরে তোমায়
বুকে তার জমে আছে অসংখ্য পাপের বোঝা -
তাকে ছুটিয়ে বেড়ায় ত্রিলোকের কোনায় কোনায়
বুক পেতে অন্ধকারে তোমার ত্রিশূলের অপেক্ষায়,
আর বাকি সবাই তার পতনের পথ চেয়ে তোমার আরাধনায়।
বুকে তার জমে আছে অসংখ্য পাপের বোঝা -
তাকে ছুটিয়ে বেড়ায় ত্রিলোকের কোনায় কোনায়
বুক পেতে অন্ধকারে তোমার ত্রিশূলের অপেক্ষায়,
আর বাকি সবাই তার পতনের পথ চেয়ে তোমার আরাধনায়।
No comments:
Post a Comment