Saturday, May 5, 2018

Mahishashur

মহীষাসুর খুঁজে ফেরে তোমায়
বুকে তার জমে আছে অসংখ্য পাপের বোঝা -
তাকে ছুটিয়ে বেড়ায় ত্রিলোকের কোনায় কোনায়
বুক পেতে অন্ধকারে তোমার ত্রিশূলের অপেক্ষায়,
আর বাকি সবাই তার পতনের পথ চেয়ে তোমার আরাধনায়।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...