Tuesday, May 8, 2018

Hisaab

কত কবিতা, কত গান লেখা হলো, হারিয়ে গেল
কত স্মৃতি আবেগের ধাক্কায় বিস্মরণের পথ নিলো
কত রাত কত ভোরের কাছে নিজের গল্প শোনালো,
কত সুর মনের গভীরে ঢুকে অকাতরে ডুবে গেল।

কেউ হিসাব রাখেনি আমার তোমার পেরোনো যন্ত্রণার,
কেউ খুঁজে ফিরছে না হারানো এক একটা ভালোবাসা
আমি তাও সামনে পা ফেলি,  পেছনে চোখ রেখে
কি আর করবো, পেছনে তো আর পা ফেলতে পারবো না।

ভগবান হতে চেয়ে মানুষ মনুষ্যত্ব হারাচ্ছে প্রতিদিন
আর ভগবান শোধ করে চলেছেন মানুষের জমানো ঋণ।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...