Saturday, May 26, 2018

Hut

There must be a hut somewhere still
Far away from the surrounding noise
Where a snake might enter by mistake,
And leave as well, oblivious to excitement.

There must be such a hut somewhere
By a pond, hidden behind layers of trees
And who knows, there might be a story
Waiting for you to discover and to be told.

The story doesn't care 
Who listens to you after all
So you would do better 
To simply find the story 
And, set her free.

There must be such a hut somewhere.

Tuesday, May 22, 2018

We are tides

We are all but tides
We, who run from depth to the shore
We, who can't stand the shore anymore
We, who come back each time we break
We, who leave the shore only for depth.
Yes, we marry the Sun and love the Moon
We are cycles, sadly called infidels too soon.

Monday, May 21, 2018

মনে পড়ে

কবিতার ভাজে ভাজে তোমার নাম ফিরে ফিরে আসে
মনে পড়ে তোমার প্রেমিকের দল মাংস খেয়েছিল ঠেঁসে
মনে পড়ে তাদের কিছু প্রেমিকার কথা, যন্ত্রনায় ছিল পিশে
মনে পড়ে তোমার অহংকার, আজ কোথায় বা গেল মিশে!

কবিতায় ভিজে ভিজে তোমার মুখ খুঁজছে আজও কেউ
মনে পড়ে, সেদিন তারও অহংকার কিছু কম ছিল না মোটেও
তোমার বাবার হাসিমুখ, বোনের কায়দা, মায়ের বিষন্নতা -
সবই মনে পড়ে, শুধু আমার না, যে তোমায় খুঁজছে, তারও।

যা যা মনে পড়ে, সবই বলতে পারি, কিন্তু বলবো কেন?
শুধু ভোলা যায় না, সেদিন তোমার চোখে লেগে থাকা ক্লান্তি
অসংখ্য উপহারের মাঝেও সেই ক্লান্তি কি যেন চেয়েছিল
এটুকু মনে পড়ে, সেদিন অবাক হয়েছিলাম; বুঝতে পারিনি আজও।

Sunday, May 20, 2018

Tomorrow

Every night passes from
Black to an orange dawn,
If you are waiting
For your lover's song
Warning : Tomorrow
Might never come.

Tomorrow's a myth-
You love to believe in
Tomorrow's a bit sick,
Always little late for duty.

Tomorrow's a past;
You better let go
Tomorrows don't last,
Were never meant to.

Tomorrow's a tragedy
Marketed as a thrilling show
Each tomorrow in reality
Will leave you, for other tomorrows.

Friday, May 18, 2018

টুকরো

একদিন, একটা, কবিতা ভালো লেগে যাবে তোর;
হাজার হাজার জমে থাকা হতাশাকে ফাঁকি দিয়ে
তোর কোলে রেখে আসবে এক টুকরো মনের জোর।

আর হয়তো, সেই একটা টুকরোই জুড়ে দেবে
ভেঙে যাওয়া বেশ কিছু টুকরো, যা এক সময়
তুই ছিলি, আজ শুধু লুকোনো কোনো গুপ্তধনে।

তবে বলে রাখি, আমার ধনী হওয়ার কিন্তু শখ নেই
পরম ধন পেয়ে গেছি অনেকদিন আগেই, ভুল করে
আজ তাই, সব ভেঙে যাওয়া টুকরো খুঁজে, জুড়ে যাই।

Thursday, May 17, 2018

ধূমকেতু

ধূমকেতু আসবে
ক্ষনিকের জন্য আসবে,
মুহূর্ত দিয়ে মুহূর্তকে নিয়ে চলে যাবে;
আর তুমি সেই ছোট থেকে
অপেক্ষায়, দেখবে বলে
রোজ রাতে আকাশ দ্যাখো
আর হতাশায় মুখ ফেরাও,
ধূমকেতু আসেনা;
অনেকের মাঝে, আলোয় হারানো
এক তারা, তোমায় রোজ দ্যাখে।

ফাঁকি 😜

কবিদের বোধয় বুঝতে শিখেছি;
তোমায় চাইতেই তাদের পরমানন্দ
আর না পেলে ... জীবনানন্দ।

আবার ভাবছো তো, কি আজে বাজে লিখছি!
বিশ্বাস করো, কবিরা খুব ফাঁকিবাজ,
জীবনকে ফাঁকি দেওয়াই একমাত্র কাজ।

জানি মানতে চাইবে না,
আসলে ফাঁকির খেলাই তুরুপের তাস,
তুমিও খুঁজছো কবিতায় নিজের সর্বনাশ।

আহা, এসব কি বলছি !
যদিও চিন্তা নেই,
আমার কবিতায় কোনো ছন্দ নেই
কোনো গভীর অর্থ নেই, মিথ্যে নেই,
তাই সত্যি বলতে ফাঁকিও নেই;
তাই আমার কবিতা তুমি পড়ছো না,
মন কেমন করলে তাহলে,
আমার হাসিটাই মনে করে নিয়ো,
দেখবে, ধুয়ে যাচ্ছে সমস্ত যন্ত্রনা।।

Wednesday, May 16, 2018

কেন আমি লিখি

হয়তো থাকবে অসংখ্য বানান ভুল
হয়তো পড়তে পড়তে তুই ক্লান্ত হয়ে যাবি
হয়তো অনেক সময় শব্দের মানেও পাবি না
হয়তো মনে হবে সব লেখাই ন্যাকা ন্যাকা
হয়তো একদিন বিরক্তও হবি কেন এত লেখা
কিন্তু
যতই খারাপ হোক না কেন,
খুব যখন একা হবি কখনও
সেদিন
ভুল করেই আমার কবিতা পড়বি হয়তো
সেদিন বুঝতে পারবি
তোর ঠিক এই সময়ের জন্যই আমার এই লেখা
শুধু এটুকু বলতে, অতটাও তুই আজ নেই একা।

Tuesday, May 15, 2018

চাই না

যে কথা বলতে চাই,
তার জন্য বলতে হয়
অনেক অনেক কথা, যা বলতে চাই না;

যে মুখ দেখতে চাই
তার জন্য খুঁজে ফিরি
অসংখ্য মুখ, যা কখনই দেখতে চাই না;

যে ছবি আঁকতে চাই,
তার জন্য সমস্ত রং
মিশিয়ে কালো করে ফেলি, কখনোই চাই না;

যে আদর পেতে চাই,
তার জন্য হাজার হাজার
ঠোঁট স্পর্শ করি, কিন্তু কোথাও পাই না;

পাবোও না,
যতদিন না এই সত্যি মিথ্যের খেলা ভেঙে
নিজের সর্বাঙ্গ দিয়ে তোমায় ভালোবেসে
কাছে টেনে, তোমার চোখে চোখ রেখে
নিঃস্ব হয়ে যাবো, ততদিন কিছুই পেতে চাই না।

Sandhyamaloti

ছোট্ট গল্প তুমি, খুবই ছোট
বিকেলের ফুল,
ঝোরে পড়তেই তুমি ফোটো।

তবে তোমায় ফুটতে আমি দেখি,
সন্ধ্যামালতি,
বিষন্নতার অন্ধকারে কে যে কার সাথী!

ভেবো তো,
আমি আসলে গল্প না কবিতা;
নাকি অসমাপ্ত আরো একটা উপন্যাস?
থাক, তুমি ফুলই ভালো;
এসব শুধুই অহেতুক ভাবনা
ভাবনার কুঁড়িতেই কত কবির সর্বনাশ।

Monday, May 14, 2018

Ghum

Amay ningre nish na aar keu
Onek jol pore geche shorir chnuye
Parle jol bhore de amar madhye
Parle bhalobashay dhuye de.

Kintu esob chaoar khomota amar nei
Tai tor kacheo chaite parbo na
Thik jemon ei kobitao tor chokh eriye
Amar bukei eker por ek kop mere jabe.

Kintu tateo ei kobitai ache amar kache
Amar pashe shuye amari chokh muche
Nijeke toiri kore nicche, jate ami, sudhu ami
Sob premika ghumonor pore ghumote pari.

রাগ হয়

তোর ওপর রাগ হয়
তোর আওয়াজ আসে না,
তোর খবর আসে তাও;
রাগ হয় তোর ওপর
বুঝি না, কিসের এই বন্দীদশা!

তুইও চুপ থাক
আমিও তাই থাকি
শুধু সময় বয়ে যাক
আর নিজেদের দি ফাঁকি।

রাগ হয়, কিন্তু তোর ওপর না
শুধু নিজেরই ওপর সব রাগ আঁছড়ে পড়ে ।।

Ripples

There are ripples all around me
Ripples of long past, spiraling
Into those of future;
Ripples leaving me, for the shore
For their ultimate decimation
For an invisible sepulchre.

Each one moves away, leaving
Nothing but peace behind
At the forsaken center;
Each onslaught smoothens
The surface, only the soul
Keeps diving deeper.

Saturday, May 12, 2018

Thousand things

So
There are a thousand things to write about
But how many do I happen to understand?
Like a floating leaf that has lost its branch
I'm succumbing to gravity in history's gallery.

One wonders about the destination of eternity
An endless dark tunnel with mirages thrown in
Under what circumstances was it even born?
Moment capsules, exploding every now and then.

Or
Should I write about the lady, vanquished in love?
Her eternity, now reduced to a sudden collapse
Like a phoenix that strives to rise above the rest
She wishes to soar, as leaves crumble downwards.

Now
Like millions of my words, the poem escapes you
Each word is her footprint on my chiseled interior
She is like the white you find around a broken tide
It's where, hidden in mirages, my eternity survives.

দর্শন ভাজা

পাতাল infra-red
সাধের স্বর্গ ultraviolet
 দুপুরে, my নরম bed
Philosophy omelette.

কবিতা meaningless
তোমার life useless
Whatsapp সারাদিন
ভালোই দিচ্ছে case.

যাও খোকা কাজ করো
বেকার হলে judge করো
Free entertainment?
সে আশা এবার ত্যাগ করো ।

Friday, May 11, 2018

বারবার

বারবার গরম বাড়ে
বারবার বৃষ্টি নামে
বারবার সন্ধ্যে ঘনায়
বারবার রাতের ভয়
বারবার ঘুম আসে
বারবার স্বপ্ন ভাঙে
বারবার অঙ্কে ভুল
বারবার ফুটেছে ফুল
বারবার গান শুনি
বারবার জ্ঞান গুনি
বারবার প্রেমে পড়ি 
বারবার প্রেম করি
বারবার নিজের ইচ্ছে
বারবার বেঁচে ফিরছি
বারবার তুমি দেশলাই
বারবার আমি পোড়াই
বারবার তোমার চাওয়া
বারবার আমি হাওয়া।

নষ্টের ডাক

আজ ছুটে যাক বাচ্চার দল, ঘন্টার পরোয়া না করে
আজ হাওয়া ছুঁয়ে যাক তোমায়, জানলার কাঁচ না মেনে

আজ সব লাল নীল মিশে একাকার হয়ে আকাশে বেড়াক ভেসে
আজ সব বাড়ি ঘর ভেঙে চুড়মার হোক আমাদের তাসের দেশে

কোনো অঙ্কই না মিলে আজ পাখি হয়ে উড়ে যাক ডানা মেলে
সব কবিতা ছিটকে যাক নতুন কোনো মহাকাব্যের সন্ধানে।

Thursday, May 10, 2018

Rong

ছিটকে যায় রং, রং লাগানোর খেলায়
কার রং ছিটকে এসে লাগে কার গায়ে
কিছু রং অন্য রঙে মেশে হাওয়ায় হাওয়ায়
কোথাও রং আটকে যায় কাঁচের জানলায়। 

রঙীন আলো, রঙীন হাওয়ায়
আজ আমার এই রঙের নেশায়
রং তুলির চিহ্ন থেকে যাক
ফাঁকা পড়ে থাকা সমস্ত সাদায়। 

Wednesday, May 9, 2018

Them

Like a hidden poem she resides
She resides
In his books, ink and time.

He sits by her bank, every day
And listens
To her murmurs, flowing away.

She flows, with her ebbs and tides
Indifferent
To the fertile plains on each side.

He writes her a poem each night
And it flows
As she reflects her star-filled sky.

At least in his poems, the stars shine on her.


Tuesday, May 8, 2018

Cinema

জীবন মানে আশা, বন্ধুর তামাশা, জীবন মানে ঝুঁকি
তাই স্কুল কেটে টাকা মেরে সিনেমার লাইন-এ ঢুকি।

টিকিটের দাম পরোয়া করিনা, নায়িকা নেমেছে নতুন
মার্কেট হোক ভাগাড়, উড়ে বেড়াক কোটিপতি শকুন।

না না, আমি মাংস নয়, মাছের মাথা চিবিয়ে খাই
আর আমার মাথা চিবিয়ে চলে হিরো সলমন ভাই।

ভাই-এর মতো প্রেমিকারা আমাকেও ছেড়ে যায়
আর আমিও কবিদাদুর কেতায় বলি হে বন্ধু বিদায়।

তাই popcorn-এ ডুবে যায় প্রেমিকের scene
বুক পিষে চলে যায় ভাঙাচোরা মালগাড়ির ইঞ্জিন।

Hisaab

কত কবিতা, কত গান লেখা হলো, হারিয়ে গেল
কত স্মৃতি আবেগের ধাক্কায় বিস্মরণের পথ নিলো
কত রাত কত ভোরের কাছে নিজের গল্প শোনালো,
কত সুর মনের গভীরে ঢুকে অকাতরে ডুবে গেল।

কেউ হিসাব রাখেনি আমার তোমার পেরোনো যন্ত্রণার,
কেউ খুঁজে ফিরছে না হারানো এক একটা ভালোবাসা
আমি তাও সামনে পা ফেলি,  পেছনে চোখ রেখে
কি আর করবো, পেছনে তো আর পা ফেলতে পারবো না।

ভগবান হতে চেয়ে মানুষ মনুষ্যত্ব হারাচ্ছে প্রতিদিন
আর ভগবান শোধ করে চলেছেন মানুষের জমানো ঋণ।

Monday, May 7, 2018

Time

Oh what is life but a Led Zepp song
A shallow red on my wall, all alone
There's a line, lost in time
Like you and me would be, gone.

And every second that leaves you
Settles in a time crystal you hardly knew
May be there are colours of time too
May be I'm a fool, but that's nothing new!

Each time I've looked into your eyes
I have seen time's mockery personified
I have seen my timeline crystallize
Napoleon's arc, replica of a forgotten smile.


Sunday, May 6, 2018

Roopkatha

তোমায় দেওয়ার মতন একটা রূপকথা আছে,
একটা ছোট গল্প, কিছু নাম না জানা ফুল, কিছু ছবি
কিন্তু ঘুরে ফিরে হার মানি সেই কবিতারই কাছে,
রাস্তা, রেস্তোরাঁ, মিছিল, ইতিহাস সবাই এক এক কবি।

Saturday, May 5, 2018

Mahishashur

মহীষাসুর খুঁজে ফেরে তোমায়
বুকে তার জমে আছে অসংখ্য পাপের বোঝা -
তাকে ছুটিয়ে বেড়ায় ত্রিলোকের কোনায় কোনায়
বুক পেতে অন্ধকারে তোমার ত্রিশূলের অপেক্ষায়,
আর বাকি সবাই তার পতনের পথ চেয়ে তোমার আরাধনায়।

Off-White

There was a boy
Somewhere among the clouds
And there was an address
A small hut, numbered nine.
Then he had a wish
And was broken into a rainbow
Today when he looks up
Smiles a defeated Off-White.

পশ্চাৎ

যাহারা নিজেদের পাশ্চাৎ মারাইয়াছ,
তাহাদের উদ্দেশে বানী
এদিক ওদিকের লীলা অভিযানে
আরও কত টানাটানি?
কেউ দেবে না মলম, কোন শালা
দেবে না burnol আনি,
নিজের গুহায় মশাল জ্বালো
পিশাচ হও বা ডাকিনি!

Friday, May 4, 2018

আধার

মাঝেমাঝে নিজের মনকেই অবশ হতে দেখি,
বারবার ভাবি, 
তোমাকে আধার করে সব কিছু লুকিয়ে রাখি।

কিন্তু না চাবি পাই, না দরজা, না অজুহাত
তাই কবিতা,
ফাঁকা কাগজে তোমাকেই এঁকে চলেছি সারা রাত।

Rock solid? Nah.

Move a little to the left
And heaven mirrors hell
A minute peek along right,
Gods wear the Devil's smile.

So may be you can move an inch towards me
Who knows, there's a different me, you might see.

না হয় একটু চোখ মেলেই তাকালি,
পাথরই থাক, গলতে তো বলিনি।

Thursday, May 3, 2018

A Poem

A Poem is a portrait
A Poem is a relationship
A Poem is a dilemma
A Poem is a judgement
A Poem is a discovery
Caressing a million stories.
A Poem is a yearning
A Poem is acceptance
A Poem is a submission
Sometimes dissatisfaction,
My love ballads, in essence
Will still be yours, in negligence.

Wednesday, May 2, 2018

Kiss

People commit to love
For they are ignorant of truth
To commit is the easy way out
To be honest, I guess, is not.

What can be the price of a woman's kiss?
Unmatched sanctity of her closed eyelids,
The endless depth of her minutest pull,
Scholar without her kiss is a kid lost in school.

I wonder where the angels reside
For only she brings out the truly divine
A jobless Cupid might ready his strike
A kiss of death is worth a thousand lives.

Tuesday, May 1, 2018

Deal

When she lends her hand to you
It's not for you to squeeze or lead
Remember that it's still but a loan;
And you are expected to respect the deal.




বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...