সব চলে যাবে,
হয়তো বর্ষার এক ঝাপটায়,
হয়তো সময়ের কঠিন আগুনে।
যত ভিড় করা যন্ত্রনা,
যত অপমান, লাঞ্ছনা
যত সন্ধি, যত সান্তনা
সব ধুয়ে যাবে
কোনো বর্ষার এক হঠাৎ সন্ধ্যেবেলা
অথবা পুড়ে যাবে
ধীরে, শুকনো কাঠের মতো,
অহেতুক কিছু লাল হল্কা ফেরত দিয়ে।
অথচ, সবই সেই চলে যাবে।
একটু যদি থেকে গেল, ক্ষতি কি?
হয়তো বর্ষার এক ঝাপটায়,
হয়তো সময়ের কঠিন আগুনে।
যত ভিড় করা যন্ত্রনা,
যত অপমান, লাঞ্ছনা
যত সন্ধি, যত সান্তনা
সব ধুয়ে যাবে
কোনো বর্ষার এক হঠাৎ সন্ধ্যেবেলা
অথবা পুড়ে যাবে
ধীরে, শুকনো কাঠের মতো,
অহেতুক কিছু লাল হল্কা ফেরত দিয়ে।
অথচ, সবই সেই চলে যাবে।
একটু যদি থেকে গেল, ক্ষতি কি?
No comments:
Post a Comment