Sunday, January 27, 2019

Bicchhinotar pratik

লিখতে ইচ্ছে করছে, তোকে নিয়ে
তোকে ভালোবাসা নিয়ে। যত দেখি, তত ইচ্ছে হয়।
যেমন তোর মধ্যে কোনো নিয়ম নেই,
যেমন সব ছন্দ তুই অবহেলায় ভেঙে দিস,
সেরমই এই লেখা, তোর বিচ্ছিন্নতার প্রতীক।

আমার আর তোর কোনো শহর নেই, কোনো সময় নেই
অথচ আমার সব শহর তুই, সময় তো বটেই!
তোর হাত ছুঁতে আঙুল এগিয়ে যায় না, এগোয় না কবিতা
থতমত কোন ছোট গল্প যেন রোজ রাতে কড়া নাড়ে দরজায়।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...