Monday, January 14, 2019

অঙ্কন

রঙে মিশছে রঙ, যেমন কথায় মেলে নীরবতা,
এ রঙ কোন রঙ, তুমি কি বলতে পারো?
যদি ছবি আঁকতে বলি তোমায়, আমার কথা নিয়ে
আমার প্রেমের রঙ তুমি ফুটিয়ে তুলতে পারো?
পছন্দের রঙে তা ঘোলাটে করে ফেলবে না তো?
বেশি গাঢ় হয়তো করবে না, কিন্তু যদি বেশি হালকা করে ফেলো?
কি রঙে আমি রেঙে আছি, যদি তোমায় আঁকতেই হয়,
কোনো প্রশ্ন না করে, আমার রঙে নিজেকে রাঙাতে পারো?

সহজ নয়। কখনোই সহজ ছিল না এসব।
কবি যখন রঙের জন্ম দেয়, মনে রেখ,
অনেক রঙে তাকে নিঃস্ব হতে হয়,
নিঃস্ব না হলে, ক্যানভাস সাদা হয় না।
সাদায় যেকোনো রঙ ফুটিয়ে তোলা যায়,
কত অসহ্য যন্ত্রনা মুখ গোঁজে সহ্যের সীমায়।
ফুটে ওঠে দূর দিগন্তে পান্নার সোনালী আভা
হায় সবুজ! তোমার রূপের ছটা যেন ওরাও কিছু পায় ।। 

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...