Monday, January 28, 2019

তোমার গান

তোমার জন্য এই গান রেখে দিলাম,
সুরে বাঁধলাম না, শেকলের বড় দাম

যেন শীত-স্নানের জন্য আসা উষ্ণ গরম জল
যেন শেষ বসন্তের দুপুরে হঠাৎ পেখমবাজের দল;

যেমন বর্ষণমুখর বিকেলে সোহাগ সোহাগ ডাক
ভাঙা কারখানা ধর্মঘটে কচিকাঁচার এক ঝাঁক,

ধরো, আজকের কলকাতায় পটলডাঙ্গার সিঁড়ি
লাল-চে চা যখন ছিল রোয়াকের ফাঁকে বিড়ি

বা চন্দ্রবিন্দু ছাঁকা বুকে মোমের আলোর আঁচ
তোমার এই গানে নয় থাক কড়া পাকের ছাঁচ;

আর থাক সাথে এক শহর ভালোবাসা,
এক মুঠো প্রেম,
এক বাদামি বিকেল
              আর বাকি যা কিছু ছিল ফেলে আসা।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...