Friday, January 11, 2019

বৃষ্টি হল না

তুমি সবার সেরা, তোমার হয়না তুলনা 
তোমায় ডেকে ডেকেও যারা তোমায় পেল না,
তাই ঝড় উঠলো, মেঘ ডাকলো, বৃষ্টি হল না।

হঠাৎ ছাদের ধারে, তোমার নামটা অজানা
সন্ধ্যে যেতাম ছন্দ ভুলে, নিজের ঠিকানা
তাই দিন বাড়লো, রাত কমলো, সময় এলো না।

নামতে গেলাম পাড়ার মাঠে, খেলতে জানিনা
হাজার হোঁচট খেয়েও তোমায় দেখতে ভুলি না
তাই বল ঢুকলো, গোলটা কেউ দেখতে পেল না।

তুমিই আমার প্রথম চিঠি, প্রথম কবিতা
এক পশলা হেসে, শেষে তুমি এলে না
তাই ঝড় উঠলো, মেঘ ডাকলো, বৃষ্টি হল না।

প্রথম তিনটে লাইন পাতি চুরি করা  Mirchi Somak-এর থেকে। 

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...