যা ছিল নতুনের দলে, আজ নয় ফুরোলো।
কাল হয়তো নতুন আবার মুখ ফেরাবে,
বা ফেরাবে না, চলে যাবে;
নতুনের নতুনত্ব বজায় রাখার কোনো ঠ্যাকা নেই।
নতুন কে ঘষে মেজে একঘেঁয়ে করে ফেলেছ
সে বরং ছুটি কাটিয়ে আসুক, বেপরোয়া কোনো দেশে।
তাই বুকের ছিদ্রে বেঁধে নিয়ো কোনো সস্তা মোমের ফিতে
তোমারও তো মধ্যবিত্ত ভীরু প্রেম, গোপন কালশিটে!
কাল হয়তো নতুন আবার মুখ ফেরাবে,
বা ফেরাবে না, চলে যাবে;
নতুনের নতুনত্ব বজায় রাখার কোনো ঠ্যাকা নেই।
নতুন কে ঘষে মেজে একঘেঁয়ে করে ফেলেছ
সে বরং ছুটি কাটিয়ে আসুক, বেপরোয়া কোনো দেশে।
তাই বুকের ছিদ্রে বেঁধে নিয়ো কোনো সস্তা মোমের ফিতে
তোমারও তো মধ্যবিত্ত ভীরু প্রেম, গোপন কালশিটে!
No comments:
Post a Comment